প্যারাডক্সিক্যাল সাজিদ-১
বই_সম্পর্কেঃ
আমাদের সবার মনে ধর্ম নিয়ে নানারকম প্রশ্ন জাগে। হয়তো কাউকে বলা হয়না কিন্তু নিজের মাথায় ঠিক ই ঘুরপাক খায়। এমন ই কিছু প্রশ্ন উত্তর নিয়ে রচিত বই " প্যারাডক্সিকাল সাজিদ"। প্যারাডক্সিকাল সাজিদ -১ এ ২২টি অধ্যায় রয়েছে। অর্থাৎ ২২টি প্রশ্ন উত্তর।
গল্পের মূল চরিত্র হলো সাজিদ। তার কাছের মানুষরা বিভিন্ন প্রশ্ন করে তাকে নাস্তিক বানাতে চাই। চমৎকার বিষয় হলো, সাজিদের উত্তর। সাজিদের বোঝানোর ধরণ আর উদাহরণ গুলো অসাধারণ। নাস্তিকদের অযৌক্তিক প্রশ্নেও হাস্যোজ্জ্বল মুখে কোরআন হাদিস, সায়েন্স,দর্শন,বাস্তবতার প্রেক্ষিতে সঠিক দ্বীন তুলে ধরেছে। বইটির প্রতিটি অনুচ্ছেদে নাস্তিকদের যৌক্তিক অযৌক্তিত প্রশ্নের উত্তর খন্ডন করা হয়েছে। উপন্যাসের আদলে গড়া বইটির পদে পদে রয়েছে বিজ্ঞান ও যুক্তির অভিনব সব কথা। রয়েছে সাহিত্যরস ও কঠিন বাস্তবতার সংমিশ্রণ।
লেখনশৈলীঃ
লেখকের লেখনশৈলীর কথা বলে শেষ করা যাবেনা। বৈজ্ঞানিক ব্যাপারগুলো কঠিন মনে হলেও বিষয়গুলো লেখক উপস্থাপন করেছেন খুবই সাবলীলভাবে যাতে সবার বুঝতে সুবিধা হয়। লেখকের অনুভূতি, অভিব্যক্তি কলমের দ্বারা প্রতিটি বইয়ে ফুটে উঠে সুনিপুণভাবে।
পাঠ প্রতিক্রিয়াঃ
বর্তমান যুব সমাজকে আত্মিক ও মানসিক অবক্ষয় হতে রক্ষা করতে এই বইটির অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের উৎকর্ষতা আমাদের জীবন যাত্রায় বহুল পরিবর্তন সাধিত করেছে। বিজ্ঞানের অপপ্রয়োগ কিছু মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যার বুদ্ধিভিত্তিক জবাব দেওয়া হয়েছে "প্যারাডক্সিকাল সাজিদ '' বইয়ে। সবচাইতে মজার ব্যাপার মনে হয়েছে বিজ্ঞানের দোহাই দিয়ে সবসময় ধর্ম তথা কোরআনের বিভিন্ন ভুল ধরবার চেষ্টা করা হয়, বিজ্ঞান যে ক্ষণেক্ষণে পরিবর্তিত হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে।
পৃষ্ঠা সংখ্যা:- ১৬৮