ইসলামী ডেক্লারেশন
বই:- 'ইসলামী ডেক্লারেশন'
লেখক:- আলীয়া ইজ্জেতবেগোভিচ।
"খ্রিষ্টান ধর্মের কথা আসলে আমরা হযরত ঈসা (আ.)-এর শিক্ষা এবং গির্জার মধ্যে পার্থক্য করি।
এর মধ্যে প্রথমটিকে আমরা আল্লাহর ওহী হিসেবে বিবেচনা করি যদিও এতে অনেক বিকৃতি ঘটানো হয়েছে।
আর দ্বিতীয়টিতে এতবেশি পরিমাণে হায়ারার্কি, রাজনীতি ও লোভ-লালসা রয়েছে, যেগুলো শুধুমাত্র অনৈসলামী-ই নয়, একইসাথে তা গায়রে নাসরানী (খ্রিষ্টান ধর্ম বিরোধী)।
যারা খ্রিষ্টান ধর্ম সম্পর্কে নিজের অবস্থান সুস্পষ্ট করতে চান তারা সব সময় এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। খ্রিষ্টান ধর্ম কি মাসীহ তথা হরযত ঈসার শিক্ষা নাকি ইনকুইজিশন? গির্জা তার সমগ্র ইতিহাসকাল জুড়ে এই দুই মেরুর মধ্যে ঘুরপাক খেয়েছে। গসপেলের খ্রিষ্টবাদ ও নৈতিকতার সাথে ইসলামের এক ধরণের সমঝোতা হতে পারে। কিন্তু ইনকুইজিশন ও গির্জার খ্রিষ্টবাদের সাথে ইসলামের দূরত্বটা স্পষ্ট।"
জ্ঞানসম্রাট আলীয়া ইজ্জেতবেগোভিচ-এর 'ইসলামী ডেক্লারেশন' বই থেকে...
পৃষ্ঠা সংখ্যা:- ১০০